তুমি'ই তো মোর,নীল আকাশের তাঁরা,
মিটিমিটি দাও কেন ইশারা.!
তুমি'ই তো মোর,নীল আকাশের চাঁদনি,
তোমার কাছে যে আমার,অনেক কিছু পাওনি।
তুমি'ই তো মোর,আঁধার রাতের জোনাকি পোকা,
কেন যে আমায় তুমি,রেখে গেলে একা.!
যদি,কখনো মনে পরে আমায়,
তবে,
মৃন্ময়ী রূপে দিও দেখা।
তুমি হীনা সবকিছু যেন লাগে এলোমেলো,
তোমায় হারানোর পর,আমার জীবনটা হলো,নিকষ কালো।
তোমায় ভেবে স্বপ্ন দেখতে লাগে যে অনেক ভালো,
কিন্তু,
স্বপ্নগুলো যেন, স্বপ্নতেই রয়ে গেলো!
প্রার্থনা করি প্রভুর কাছে,
হে ঈশ্বর,
মৃন্ময়ী যেন থাকে ভালো।
তুমি ছিলে প্রতিটি ক্ষণ আমার এই হৃদয়ে।
হৃদয়'টাকে ভিজিয়ে দিয়ে,স্বপ্নক'টাকে দিলে উড়িয়ে.!
চলে গেলে তুমি আমায় ফেলে,
ঐ দূর দিগন্ত ছাড়িয়ে।
তুমি'ই যে মোর জোছনা,তুমি'ই যে মোর তাঁরা।
তোমার মাঝে'ই খুঁজে পাই যেন,পৃথিবীটা সারা।
হঠাৎ যদি বার্তা শুনো,গিয়েছি আমি মারা.!
আমার কাছে যেও,তুমি হয়ে শুকতারা।