তোমার প্রস্থানের পর আমি কি যেন একটা হারিয়ে ফেলেছি।
হারিয়ে ফেলেছি চিরতরে।
তবু আপন অনুসন্ধানী চক্ষে আমি হন্য হয়ে খুজেছি হেথায়,খুজেছি সেথায়,খুজেছি তোমার ফুল তোলা নকশি কাঁথায়।
কোত্থাও তোমার গন্ধ মেলেনি।
আমি তো হারিয়ে ফেলেছি তাকে,
সমস্ত সুখ-দুঃখে,বিষন্নতায় পাশে পেয়েছি যাকে।
আমি বুভুক্ষু প্রানীর মতো সাত-সাগর,জমিনে করেছি তোমার অন্বেষণ।
সমুদ্রের জলে কেবল ভেসে আসে তোমার গায়ের রঙ।
দিবা,রাত্তির একের পর এক।
তুমি হারিয়ে গিয়েছো কোথায়?
তুমি হারিয়ে গিয়েছো অজানায়,হারিয়ে গিয়েছো দূরে
যেমন কোথাও কেউ হারালে,কখনো না ফিরে।