আমাকে বরং পরজন্মে মেঘ বানিয়ে দিও,
যে মেঘ ভালোবাসে ভাদরে অতিষ্ট কোন রমনী।
আমি হতে চাই সেই মেঘ যে মেঘের জলে আসে কোনো ব্যথাতুর চোখ কান্না মুছিবার ছলে।
আমাকে বরং পরজন্মে মেঘ বানিয়ে দিও,
যেমন মেঘ হয়ে লেপ্টে থাকা যায় কারও কাজল কৌটা'য়
অথবা যতটা মেঘে শোভিত হয় কারো অক্ষিযোগল।
আমাকে বরং পরজন্মে মেঘ বানিয়ে দিও,হে প্রভু
আমাকে মেঘ বানিয়ে উড়তে দিও মোর প্রিয়ার আকাশে
যেন এ মেঘ ভালোবাসতে বাসতে প্রিয়া ভালোবেসে ফেলে আমাকে।
হে প্রভু,আমি প্রিয়া'র হতে চাই
আমার জন্যে রেখো একটা পবিত্র ঘর কিংবা হৃদয়,
সমস্ত আকাশ বিচরণ শেষে সে ঘর কিংবা ছোট্ট বুকেতে যেন ঠাঁই হয় আমার ক্লান্ত তনু,
আমাকে বরং পরজন্মে মেঘ বানিয়ে দিও,হে প্রভু।