এমন একটা ঘর হোক
যেথায় রইবো মিলে দুজনায়
এমন একটা স্বপ্ন হোক
আঁকবো তোমায় চাঁদের আল্পনায়

এমন একটা বন্ধু হোক
যে ডাকবে পাশে শূন্যতায়
এমন একটা দেশ হোক
মানুষ বলবে কথা কবিতায়

এমন একটা রাষ্ট্র হোক
সংবিধান হবে কবিতার
এমন একটা সরকার হোক
হৃদয় যার কবিতার

এমন একটা কলম হলে
ছন্দ সাজাতাম হেসে!
প্রেমের কবিতা লিখতাম সদা
মায়ের কোলে বসে

স্রষ্টার কাছে আর্জি শেষে
পরজন্মে জন্মাই যেন
এমনই এক 'কবিতা প্রধান' দেশে।