গাছে গাছে পত্র গজিছে
প্রাণে পেয়েছে শক্তি,
ফিরে পেয়েছে আপন যৌবন
যেন বসন্তেই তার মুক্তি!

আম্রশাখে মুকুল এসেছে
ধরণীময় সে ঘ্রাণ,
খোকা-খুকি আম কুড়াবে
সারা দিনমান।