যে শহরে প্রতিদিন নতুন গল্প লিখা হয়,
মনের সুখ মাত্র হাজারে দুহাজারে বেঁচা হয়,
সেই শহরে কোন দুঃখ নেই - কষ্ট  নেই,
আপাদমস্তক সুখের অভিনয় আর কিছুই নেই।

এই শহরে রাতে আর পেঁচা ভয় দেখায় না,
অন্ধকার একা হয়ে জোনাকিকে আদরে আর ডাকে না,
সোডিয়ামের আলোয় আমরা যা দেখি এখন,
সবই মিথ্যা - ভয়ঙ্কর এক চাদরে ডাকা যেন।

যে শহরে তুমি আছো কেমন আছো?
সত্য বলতে গেলে কি অব্যক্ত থাকো?
তাহলে বিশ্বাস শব্দটিকে জড়িয়ে কেন আছো?
হোক না ভুল আবার;ভালো থেকো।