আমার সাথে অল্প সময়
হৃদয় মিলিয়ে কথা বলিও,
অবেলায় আমি না হয়
ভালোবাসা বিলিয়ে  বলবো নাও,
এই নাও দুঃখ যত
অপূর্ণ এই গল্প যত!

তুমি না হয়, বলেই দিও,
"অপরিপূর্ণতা তোমার যত, তুমিই নিও।"