রাস্তায় পরে থাকা মুগ্ধতাই কবে কার
হয়ে ঠেলে দিয়ে গেছে, একরাশ সুখ।
দুলো পরা পাতায় কবে কে ভিজিয়ে
দিয়ে গেছে, স্নিগ্ধতা ভোরের৷
দেয়ালের কাগজ ছিঁড়ে কবে কে
লিখে গেছে, দুঃখের মিলাদ।
জ্বলে পুড়ে থাকা সোডিয়ামের বাতিতে
কে কবে দিয়ে গেছে, শীতলতার স্পর্শ।
ক্লান্ত পাগলের হতাশাই কবে কে
হাত ভুলিয়ে দিয়ে গেছে, শান্তি।

এই যে ভোর হবে প্রিয়া,
আমি থমকে দাড়িয়ে,
পাতা ঝড়া- কৃষ্ণচূড়ায়।

এই তো দোয়েলা ডাকে আমায়,
কিংকর্তব্যবিমূঢ় আমি-
এক যুগ ডিপ্রেশন নিয়ে,
তোমার অপেক্ষায়।