ভালোবাসে তোমাকে,
যে তোমাকে সৃষ্টি করেছেন,
ভালোবাসে তোমাকে,
যারা তোমাকে জন্ম দিয়েছেন।

আচ্ছা,এই ভালোবাসার বিনিময় কি তুমি জানো?
তোমাকে যে তারা ভালোবাসে, সেটা মেনে নেওয়া।

ভালোবাসে তোমাকে,
এই নীল কিংবা ধুসর আকাশ,
আবার তোমার ভাবনার মৃত আকাশ!
ভালোবাসে তোমাকে,
তোমার প্রতিটা ব্যক্ত শব্দও,
যতটুকুতে তুমি ভালোবাসি বুঝাও।
ভালোবাসে তোমাকে,
তোমার লাল- সাদা- কালো দুঃখগুলো,
সুখের অভাবে ঝড়া-হিংসুকে অশ্রুগুলো।
ভালোবাসে তোমাকে,
তোমার ব্যর্থ হয়ে পড়ে থাকা ইচ্ছেগুলো,
অনুভব করে রাখা জমানো আদরগুলো।
ভালোবাসে তোমাকে,
তোমার সুখের ভবিষ্যৎ,
দীর্ঘশ্বাসের স্মৃতির অতিত।
ভালোবাসে তোমাকে,
তোমার আদর মাখানো সময়,
অপেক্ষায় অস্তিরতাই যা হয়।
ভালোবাসে তোমাকে,
ক্রমাগত বয়ে যাওয়া বাতাস,
মুগ্ধতার জুঁই ফুলের সুভাষ।
ভালোবাসে তোমাকে,
তোমার ভেবে রাখা সুখ,
প্রবহমান থেকে যাওয়া অসুখ।

আচ্ছা,এই ভালোবাসার বিনিময় কি তুমি জানো?
তোমার মুখের হাসি, সত্য হৃদয়ের হাসি।

অতঃপর, তুমি বলছো-
তোমাকে কেউ ভালোবাসে না।
আচ্ছা,যে ভালোবাসা তুমি চাচ্ছো,
সেটার জন্য কি প্রস্তুত ?
ভালোবাসা একটা অনুভূতি শুধু মাত্র,
অনুভব কতটুকু করেছো?
অনুভতি ছাড়িয়ে প্রকাশ, সেটা প্রেম।
তোমাকে কেউ ভালোবাসলে,
শুধু অনুভব করে নিতে শিখো।
এর বেশি পেতে চাইলে,
বিবেক আর আবেগ দুটোকে বুঝতে শিখো।

অবশেষে বলবো....
এই প্রণয়ের যুগে সত্য প্রেম, কোথায় পাবে?
যেখানে অভিনয় করছে- অভিনেতা প্রেমের।

এখন বলো কেউ কি তোমাকে ভালোবাসে?