ফুলের ইতিকথা যতটুকু বুঝি - সুভাষ ;সৌন্দর্য,
চোখের ইতিকথা যতটুকু বুঝি - আদর ;ভালোবাসা,
মনের ইতিকথা যতটুকু বুঝি-উচ্ছ্বাস;উন্মাদ,
গল্পের ইতিকথা যতটুকু বুঝি-দুঃখ ;সারমর্ম,
কথোপকথনের ইতিকথা যতটুকু বুঝি-শান্ত;নীরবতা,
স্পর্শের ইতিকথা যতটুকু বুঝি- গভীরতা;মনের,
স্বপ্নের ইতিকথা যতটুকু বুঝি -অবাস্তব ;সুখ,
সুখের ইতিকথা যতটুকু বুঝি - একান্ত ;কলরব,
তোমার ইতিকথা যতটুকু বুঝি-সমুদ্র;মৌনতা,
আমার ইতিকথা যতটুকু বুঝি -উপহাস ;জীবনের,
ভালোবাসর ইতিকথা যতটুকু বুঝি -উপসংহারে ;তুমি,
প্রেমের ইতিকথা যতটুকু বুঝি -থাকবে;আমারি,
উপসংহারের ইতিকথা যতটুকু বুঝি -মৃত্যু ;ক্ষণিকের,
ব্যর্থতার ইতিকথা যতটুকু বুঝি-জাহান্নাম ;চিরস্থায়ী,
সফলতার ইতিকথা যতটুকু বুঝি - জান্নাত;সন্তুষ্টি,
সঙ্গীর ইতিকথা যতটুকু বুঝি-বুঝবে;আমাকে,
দুঃখের ইতিকথা যতটুকু বুঝি -অব্যক্ত;যন্ত্রনা,
অবশেষের ইতিকথা যতটুকু বুঝি -থমকে, শুরু।