ওরে বেহায়া মন... ফিরে আই,
কার লাগি অপেক্ষা তোর,
কার লাগি বসে আছিস ,
তোর অভিশপ্ত মন লইয়া,
তোর মন কেউ নিবে?

ওরে বেহায়া মন.... শুন তুই
তোর মনের দর কত,
কত টাকায় বিকিস তুই,
এক আনা, দুই আনা
নাকি চার আনাতেই দিস৷

ওরে বেহায়া মন....ফিরে আই,
তোর কপালে সবই সই,
আর কত সইবি বিরহ,
ঢাকবি কত দুঃখ তোর,
দুঃখ কি তোর সব?

ওরে বেহায়া মন... শুন তুই
তোর মন কিনবে না কেউ,
তোর মনে দাগ লেগেছে যে,
এক নয় দুই নয় শত,
এমনিতেই তুই মন দিয়েই যা।

ওরে বেহায়া মন... ফিরে আই,
তোর মন তোর কাছেই রাখ,
নেইনি তোর মন আর কেউ,
তোর মনের দুঃখ বেশি যত,
তত তোর মন গেছে ছিঁড়ে।

ওরে বেহায়া মন... শুন তুই,
মনরে তুই একলা রাখ,
পাহাড় সমান স্থির থাক,
অপেক্ষা পর কষ্ট তোর,
একলা তুই বসেই থাক।