তোকে পাবার আশায় আবার নতুন করে
সাজিয়েছি নিজেকে মালবিকা
শ্রীকান্তের মত করে হৃদয়ের সমুদ্র তট,
বালুকা বেলা মুছে নিয়েছি, তরঙ্গ ঢেউয়ে
গত সেদিনের মত কথা না রাখার ব্যাথা
পরিনয় শিহরনে বদলে দিয়েছি (এখন কেউ বলতে পারে না)
তোমাকে পাবার আশায় মালবিকা নতুন করে
আবার বুকের জমিনে রোপন করেছি শিমুল
রুদ্র বৈশাখে পাটের শাড়ি দেবার মত প্রতিজ্ঞার পূর্বে
এখন আগুনের নিভে যাওয়া দেখি, (ধোয়ায় শ্বাসরূদ্ধ হই না)
মালবিকা তোকে ভালবাসি এখন বিশুদ্ধ উচ্চারণে
আর বলব না শুধু হৃদয়ের শিমুল তলে বসে
সুদূর দক্ষিনে চোখ রাখব, পরম মমতায়
মালবিকা তুমি উত্তর দিতে উত্তর পথ ধরে এসো
দক্ষিনমুখী অনুসন্ধানী চোখকে ক্লান্তি থেকে মুক্তি দিয়ো।