শত বছর রুদ্ধ রাখার পর
একদিন সকালে খুলে দিয়েছিলাম
ভালবাসার দুয়ার
সেদিন সকালটা হঠৎ করে
রঙ্গিন হয়ে ঝলসে দিল চোখ
সূর্যের তেজস্বি কিরণ জামরুলের
পাতা ছুয়ে হল নরম রোদ
সেদিন খুলেছিলাম ভালবাসার দোর
তুমি তাকিয়েছিলে, হেসে ঠোটের কোনে
বললেঃ টাকাটা দে, দুয়ারটা লাগিয়ে আয়
আমি চাঁদ হাতে পেলাম, রূপালী আলোর
মুখের পরে দুয়ার টেনে দিলাম, সেদিন
ভালবাসার দোর খুলেছিলাম।
আরো দেখলাম টিয়াটা কথা বলছে
মায়ের বাগানে ফুল এসেছে
দিদির কবিতা বইয়ে ছেপেছে
ছটু ইস্কুলে ফার্স্ট হয়েছে
আমার ইস্কুলের টিফিনের টাকা বেড়েছে
প্রিয় মুভির টিকিটটাও কেটে ফেলেছি
সেদিন রূপালী আলোর আয়নায় আমি
পুরুষ দেখেছিলাম, সেবারই প্রথম
ভালবাসার দুয়ার খুলেছিলাম....