আশা ছিল তিনি ফিরে আসবেন
খোকা বলে আবার ডাকবেন
বৈকুন্ঠের পথ ফিরিয়ে দেবেন
স্বামী, সন্তানের কথা মনে রাখবেন
এবার অন্তত
কোমা নামক জীবন মৃত্যুর সন্ধিক্ষনে
খোকা ডাকার ইচ্ছাটাই জিতে যাবে
এমনটাই ভেবে রেখেছিলাম এতদিন
সেই তিনি ছেড়ে চলে যাবার আগে
ভোর পর্যন্ত
অভিন্ন আত্মার কাছাকাছি ছিলাম
বলে যে ধারনা, তার দুয়ার রুদ্ধ
যতটা গুনাহ করেছি তার সবটুকু
পুনরুদ্ধার করে বাঁচানোর যুদ্ধ
জিততে হন্য
ঘড়িতে কত বেজেছিল তখন?
বৈকুন্ঠের সিঁড়ি ধরে জ্যোতিতে
যখন উঠে দাঁড়ালে, মাগো শেষ
বারের মত কি তুমি পিছু চাইলে?
সকালের সূর্যে আমি দৈন্য