তুমি মুচকি হেসেছিলে
প্রশ্নের জবাব এড়িয়ে
স্বাভাবিক গতিতে, সিঁড়ি ভাঙ্গলে
প্রত্যাশা ছিল ফিরে তাকাবে
চলে যাবার আগে
স্বাভাবিক নিয়মে, বিনীত নয়নে
চোখের অভ্যন্তরে জ্বলুনির আগে
তাকিয়ে, চেয়েছিলাম তোমাতে
অদৃশ্য ভাবাবেগ জাগাতে
দৃষ্টি ফেটে জলের ঝুলি
দৃশ্য ডেকে দিল, তুমি
ফিরে কি একবারও চাওনি?
তুমি চলে গেলে
নিত্য জীবনের ছায়াতে
সেদিনের দাগ রেখে
বাঁধনে জড়াতে কখনো
চাইনি চাই না এখনো
নয় কোন অবাস্তব সপনো
শুধু সেদিনের ঢেকে যাওয়া
দৃশ্যের পরিষ্কার পাওয়া
উত্তরই যথেষ্ট হত, শেষ প্রত্যাশা।