ঘড়ির কাঁটায় বৃত্তাকারে,
আরেকটি বছর চলে গেল।
জন্মদিন! জন্মদিন!!
আবার ফিরে এল।
সেই ছোট্ট মিষ্টি,
খুকুর বছর পেরোল।
দুষ্টু মিষ্টি কথায়,
আমার কান পাকাল।
ভয় পেয়ে আগের,
মত ঝাঁপিয়ে পড়ে না।
খুকু এখন খুব সাহসী,
কাউকে ডরায় না।
ব্যথার কথা এখন,
সেতো সহজে বলে না।
খুকু আমার বেজায়,
শান্ত সহজে রাগে না।
কাউকে কথার মারপ্যাচে,
একটুকু ছাড়ে না।
যখন তখন আমায় বলে,
"আগের মত ছোট না"।
এবার খুকু ফার্স্ট,
হয়নি খুবই অসুখী।
বলল-"সামনের বার দেখিয়ে,
দেব আমায় চেননি"।
ছড়া দেখালে গম্ভীর হয়ে,
গলা করে গাঢ়,
বলল "খুকু ডাকবে না আর
খুকু নামটা কাট"
জন্মদিন নয় হাজার বছর
এমনি করে বাঁচিস।
আমার কাছে তুইতো
সেই খুকুই আছিস!