বনলতা সেন হবার আগেই ঘুচে গেছে
পচে গেছে, নষ্টদের দলে গেছে সেযে
ভেসে গেছে...ভেসে গেছে।
ভেসে গেছে আম কুড়ানোর ফাঁকতালে
দুচোখে হাসির ঝলকে, দমকে, বল কে?
সেঁজুতি সে গেছে... ভেসে।
বইয়ের পাতায় আঁকা নিয়ে খুনসুটি
মারামারি, দৌড় ঝাপ, হেসে কুটিকুটি
মুছে গেছে...সে অশ্রু হয়েছে।
সেঁজুতির বাগানের ফুল অসময়ে
বড় অসময়ে, নিরালায় গেছে ঘুমে
দূর বহু দূর দিয়ে ভেসে গেছে।
বিম্বিত লাজে তারে চেয়েছিও
সুখ, হাসি, টুক টাক চিঠি দিও
কথাটি সে ভুলে গেছে...
চিঠি দিও কথাটি সে ভুলে গেছে...
সেঁজুতিও বড় জোর নারী হয়েছে...