সৌরভ ছড়ালে, বিকেলে
এসে শান্ত মন ঝিলে
-অস্থির হলাম
শব্দের বাকসো, হাজির
হবে কবিতার শরীর
-বায়না নিলাম
শব্দের ইন্টারভিউ, গোপন
অসভ্যদের দিয়ে কাফন
-সভ্য হলাম
একেকটা শব্দ, কুচি
ছড়ায় হীরকের জ্যোতিঃ
-তাতেই সাজালাম
মরিচিকার টানে, মরুতে
আশাজাগানিয়া লোভে
-ভুলে হারালাম
সেদিন বিকেলে, শান্ত
মন ঝিলের অন্ত
-আমি খুঁজলাম
সেদিন বিকেলে, সৌরভ ছড়ালে, অস্থির হলাম...