কেউ বলেনি ভালবাসা চাইতে গেলে
কাঙ্গাল হতে হয়, ভূমির ধূলিকনা
যতটা ছোট হলে ধূলি বলা চলে
তার মত করতে হয় নিজেকে রচনা
স্বভাবজাত বৈশিষ্ট্যগুলোকে জলে
ভাসিয়ে কিছুটা সাধারনের কোটায়
নামলে তবেই কিনা বলে তাকে
ভালবাসা, কেউ বলেনি দোহাই
বিশালতার নামে নিজেকে ছোট
খুব যতটা হলে বলা চলে ন্যানো
স্বতন্ত্রতা গুটিয়ে নিলে ঠিক তত
তবে তাকে ভালবাসা বলে কেনো?