এ আমার-
ছোট্ট
দুটি পা,
তাতে
বিনম্র শ্রদ্ধা,
খুব
বেশি একটা,
ভাল
মানায় না।।
যে তুমি-
ভক্তি
শ্রদ্ধার পাত্রী,
লক্ষ
হবে নয়কি?
দিলে
ঠাঁই এমনি,
বর্তে
হব ধন্যি!
সে আমি-
সত্য
ডুবতে রাজি,
শ্রাবন
বাদল ভিজি,
চাইলে,
ধরো আজি,
ঠাঁই
পেলেই খুশি।।
ও তোমার-
বড্ড
বিশাল মন,
পেলে
কোন ক্ষণ,
করে
তিল যতন,
রেখো
গো তখন।।