মন উদাস করা
দক্ষিণা হাওয়াতে
ভেসে আসে বিরহী
অজানা কোন সুর যে
কবে কোথায়
কখন, কিভাবে
কে যে স্থায়ী হল
মনের গভীরে
বলা গেল না একটি কথা
মন ভাল নেই, মনের ব্যাথা
চেনা স্মৃতি স্পর্শ করে
বিবাগী মন হারায় দূরে
অজানা স্বপ্নের তুলি দিয়ে
মন একে যায় স্বপ্ন নীড়
সূর্য এসে ফিরে যায়
দেখে চাঁদের আলোর ভিড়
একা চাঁদ ভাসে জ্যোৎস্না নিয়ে
আকাশের বুকে ঘর
চাঁদের সঙ্গী হল না কেউ
চাঁদ যে সবার পর।