অরণ্য, মেঘ ও সবুজের কথা
- উজ্জ্বল সরকার
তার একটি কথাই মনে আছে শুধু
আমি অসহায় বড় তার সামনে
অতি ছোট, নগণ্য ওর চোখের তারায়
অন্য সব ভুলে গেছি হয়ত কিন্তু মনে আছে
প্রিয় রং সবুজ
ওকে কাঁদতে দেখিনি কখনো, বড় ইচ্ছে হয়
ওকে কাঁদতে দেখি, ও চোখের জলও
নিশ্চয় বড় হবে অন্তত আমার চেয়ে
মনে আছে শুধু হাসি ধরা মুখচ্ছবি
আর প্রিয় রং সবুজ
আমার বড় হিংসে হয় ওকে দেখে, ভেবে
কি উচ্ছল, প্রাণবন্ত, মায়াময়, কি ভীষণ
কি ভীষণ ও চোখের ভাষা, কি জ্বলজ্বলে
অন্য কিছু যাই হোক চোখটা আমি জানি
সেই সাথে প্রিয় রং সবুজ
বার বার ইচ্ছে হত ওকে ছুঁয়ে দিই, একটু স্পর্শ করি
ওর বাঁকগুলো, কোমলতাগুলো আলতো করে
আলতো করে অনুভব করি, কি স্নিগ্ধতা
ভয় ছিল, সেই থেকে ভীতু আমি আজো
তবু ভুলিনি প্রিয় রং সবুজ
মাঝে মাঝে সাহস যে হত না তা নয়, হতাম সাহসী
কিন্তু ও সামনে গেলেই যে সব ওলট পালট
শুধু অসম্ভব ভয়ই পেতাম এই বুঝি হারাল
ভেবে আমার কাঁপুনি যে ওঠেনি তা নয়
তবে সে থাকতো আমি ভীতু বলেই সে থাকত
আর তার প্রিয় ছিল সবুজ
ওকে দূর হতেই সবুজের রানী মনে হত
মাঝে মাঝে স্বপ্ন ভর করত, সব কিছু ভুলে
ওকে সাজাতাম ওর সবুজে, সতেজতা দিয়ে
কচি ঘাসের কোমলতা থাকত আর সবুজ
স্বপ্ন মুছে গেছে তবে প্রিয় রং নয়
সে অরণ্য ও মেঘ ভালবাসত তবে অরণ্য বেশি
মেঘ কম, আমার ভাল লাগত মেঘ ও অরণ্য
মেঘ বেশি অরণ্য কম, হয়ত বেশিই কম
নয়ত এমন হবে কেন, কেন শুধু আমার
মনে পড়বে অরণ্যের কথা... সবুজের কথা...