কখনো যদি হয় আঁধার পৃথিবী তোমার
অভিমান জমা হয়ে, হয় যদি বৃষ্টি আবার
তুমি এসো কাছে আমার
দেবো জ্যোৎস্না তোমায় উপহার
যদি কখনো এমন হয়ে ওঠো
ভাবনার শেকল ছিঁড়ে ভাবতে না পারো
যদি এমন হয় কখনো
সুখগুলো লুকোয়, তখনো
তুমি এসো কাছে আমার
দেবো তোমায় তারাদের রাত
হয় যদি এমন যে দূরে হারাতে
মন চায় যেখানে নিবিড় স্বপ্ন
বুক ভরা ভালোবাসা আর আনন্দ
সারাটি প্রহর হতো যদি এমন অনন্ত
তুমি এসো, হবে সেটাই যা তুমি ভেবেছো
আমি নই কেউ, তুমি তো তোমাকে নিজেই সাজিয়েছ