বুকের ভেতরটা মুচড়ে দুমড়ে ওঠে বারবার
শূন্য দেয়ালে পড়া বিবর্ণ রোদেলা রোদ
চোখের উপর মরচে পড়া ধাতব গোঙ্গানি
পর্দা ওড়া শুকনো বাতাস তাতে কার কি আসে যায়?
এভাবে বেঁচে থাকা যায়, এভাবেও সুখ কেউ পায়
এখানেও ভালবাসা যায়, অপূর্ণতার কষ্ট বুকে নিয়ে
পাহাড় পাথর নিয়ে চেপে থাকা দমবন্ধ যাতনায়
শিলা খন্ডের আঘাত নিয়ে হিমশৈলীর আছড়ে পড়ায়
কার কি এসে যায়?
হৃদয়টাকে টুকরো টুকরো, ফালি ফালি করে
আশার আকাশ ফুলে ফেঁপে ওঠা মাত্রই
ফুড়ে আসে নিরাশার ছুরি
আঁধার কালো শূন্য কালো, কালের ছোঁয়ায়
শুষে নেয় বর্ষার সোন্দর্য ভরা রূপ যৌবন
এভাবেও বেঁচে থাকা যায়, এভাবেও কেউ সুখি হয়
এখানেও কেউ ভালবাসে....