বি:দ্র:
* কবিতার কয়েক লাইন প্রচলিত ছড়া হতে নেয়া
--------------------------------------------
মনি যাবে মামার বাড়ি
সঙ্গে যাবে কে?
ঘরে ছিল খোকাবাবু
কোমর বেঁধেছে
মনি বলছে "হালুম করে
দেব তোকে কামড়ে"
খোকা বলছে " পালারে সব
যেদিক পারস দৌড় দে!"
খোকা ছুটছে আগে আগে
পিছু ছুটছে মনি
খোকাকে আজ পেয়েছে বাগে
রাহু কেতু শনি
বিল পেরিয়ে, ঝিল পেরিয়ে
ছুটছে খোকা ছুটছে
পিছে মনির হালুম গর্জন
বাড়ছে শুধু বাড়ছে
রাত পেরিয়ে দিন পেরিয়ে
ছুটছে দু'জন ছুটছে
সাগর নদী সব ছাড়িয়ে
পৃথিবীজুড়ে ঘুরছে
চাঁদ মামা সূর্য্যি মামা
অবাক চোখে দেখছে
মনি'র গলায় হালুম শুনে
ভয়ে কেঁপে উঠছে
ঘুরতে ঘুরতে দুনিয়াদারি
খোকা হোঁচড় খেয়ে পড়ল
বনের ধারে গাছের নিচে
খোকা শেষে থামল!
যেই না খোকা উঠতে যাবে
মনি এসে পড়ল
পিঠের উপর লাফিয়ে গিয়ে
জোরসে চেপে ধরল
ওদিকে তখন......
বনের মাঝে
বাঘ মামাটা শিকার খোঁজে
মনির হালুম আওয়াজ শুনে
বাঘ মামাটা বেরিয়ে আসে
পায়ে পায়ে এগিয়ে আসে
খোকা, মনির পাশে বসে
মানুষ মনির কান্ড দেখে
বাঘ মামাটা হেসে ওঠে
কেরে আমায় ব্যঙ্গ করে?
হুংকার ছেড়ে উঠল ডেকে
হঠাৎ বাঘের হালুম শুনে
খোকা, মনি উঠল কেঁপে
খোকা ভয়ে মনির কাঁধে
এক লাফে উঠল চেপে
মনি খোকাকে মাথায় নিয়ে
ছুটল জোরে প্রাণের ভয়ে
বাঘ মামাটা মুচকি হেসে
ওদের কান্ড দেখল চেয়ে
ওদের ভয় বাড়িয়ে দিতে
বাঘ মামাটা উঠল ডেকে হা-লু-ম
বলল - দাঁড়া তোরা, যাচ্ছ কোথা
এই ঘাড় মটকে দিলুম
ভীষণ ভয়ে
চিৎকার করে
খোকা, মনি
দৌড়ে চলে
বনের বাইরে বেরিয়ে এসে
মনি খোকাকে বলে কেসে
মামার বাড়ি যাব না
বাড়ি নিয়ে চল, তুই আমার ভাই না?