যেমন করে ঠাঁই পায় প্রথম
দল হারা মেঘের রাজ্য
যে মনের গভীরে ছাপ রেখে
হেসে লুকায় কোন ঝখম

কি কারনে কেবা চায় কার পানে
মন যদি ভালো নাই হয়
হাসি ফোটে বুকে অথবা মুখে
ঝরা পাতা ভালো লাগে, অকারনে


কাগজের নৌকো, অথবা ফুল
বৃষ্টির গন্ধ নয়ত দু'ফোটা
মেঘকাল অথবা অঝোর শ্রাবণ
চাপা পড়া বুক ব্যথায় অচল

ক্ষণিকের মৃদু হাসি কিংবা চাহনি
ঘন সবুজ ঘাস অথবা কামিনি
সবই এখন অস্তিত্বহীন, অন্ধকার যামিনী

আচড়ে পড়া ঢেউ যেভাবে ভাঙ্গে
সবুজ পাতাটা যেভাবে মরে
শখের মিনি ও যেভাবে মরে
এখন সব সাদাকালো, সেভাবেই চলে

পাতা ঝরে, পাতা গজে, নতুন
যে এভাবে চলে যায়, যদি ফিরতো
কি মানে ছিল এই জীবন যাপন

মাটির বুকে হাত রেখে, নতুন
সাজে তারি মত কেউ যদি হেসে
কি ছিল মানে এই জীবন যাপন

কেউ যদি আবার বৃষ্টি ঝরায়
তার কি দরকার ছিল নিষ্ঠুর সময়
এই সময়ে এমন যদি হয় নিয়ম
নিয়মের বাইরে চলার এটাই তবে সময়।