বৃষ্টি কখনো তুমি
   শেষ ঝরা ঝরো না
মেঘে মেঘে যাই থাক
   মুখ তুলে নিও না

এ জীবন কিংবা
   বাকি সব জীবনে
শেষ দেখা বলো না
   মরণেরও পরে

চাই না হারাতে তোমায়
   দু'চোখের আড়ালে
পাশে থেক আমারি
   হাতে হাত জড়িয়ে।