তুমি কি চাও?
আকাশ ভরা জ্যোৎস্না?
না জলে ভাসা চাঁদ?
রক্তিম সূর্য না
অস্ত শেষে রাত?
তুমি কি চাও?
অভিমান? দূরে থাকা?
না অভিলাষ? পাশে বসার
একাকীত্ব নাকি
ভালবাসা একটু ছোঁয়ার?
তুমি কি চাও?
বিষন্ন রাত্রি?
বিষাদগ্রস্থ ক্লান্তিময়তা?
না অবসন্ন মনের
একান্ত নির্জনতা?
কি চাও তুমি?
ব্যকুল হৃদয়
চির সবুজ বুক?
নীলে উড়ে চলা পাখি? না
নির্বিচারে গড়ে তোলা কোন সুখ?