সেদিন-
বিকেলের শেষ আলোয় নেমে এল বর্ষা
জীবনের শেষ বেলার মত এক পশলা
যেন এমনটা আর কখনো হবে না, এই শেষ
ভাবলাম-
আমারও শেষ সুযোগ, কখনো আর
নিভৃতে এমন পাশাপাশি দাঁড়াবার
সুযোগ মহাকাল দিবে কিনা কে জানে, এই শেষ
তখন-
বিদগ্ধ হৃদয় কোনে বারবার অভিমান
নিভৃতে জেগে ওঠে যেন বুভুক্ষু প্রাণ
আশার দ্বীপ জ্বালি আর প্রবোধ দিই আর নয়, এই শেষ
তারপর ভাবি-
হয়ত এই শেষ তোমার আমার পাশে থাকা,
দুজনার চোখের তারায় সুখ খোঁজা
সাহসী হয়ে ঠোঁটের কোনে ঠোঁট খোঁজা
শেষে-
শেষ বিকেলের শ্রাবণ ধারার শেষ আলোতে
আমার বুকে তুমি মুখ গোঁজা, বৃষ্টি বিলাশ হোক নিভৃতে
চাইছি জীবন, বুঝছি জীবন, এইতো শেষ, এই বারই শেষ