ঠোঁটের কোনে দুষ্টুমির হাসি নিয়ে বারবার ফিরে আস
ধূসর মগজের নিউরনে, চির হরিৎ বৃক্ষের মত
সেখানে আজ ও কালের কোন পার্থক্য নেই
সময়ের টিকটক, তারিখ রেখা, দ্রাঘিমা নেই
পাশে থাকার আকুতি, তোমার শেষ প্রার্থনা
আমাকে হিরো ভেবে, ঈশ্বর ভেবে তোমার ভুল করা
নিউরনে আগুন ধরায়, কোন বস্তু জগতের শীতলতা নেভাতে পারে না
তোমার শেষ প্রার্থনা রোজ মনে করিয়ে দেয় আমি ব্যর্থ
মানুষকে বড় বিশ্বাস করতে, কই তাদের কেউতো কথা রাখেনি
ফিরিয়ে দেয় নি তোমাকে, তাহলে আমারও বিশ্বাস হত
নতজানু হয়ে, আকুল হয়ে, আমিও বিশ্বাস করতাম
নিঃশ্বাসের মত, শিশুর মত, বলির জন্তুর মত
অভিশাপ দিচ্ছি সেই সব বীভৎস পশুদের
যারা আমার না বলা প্রার্থনা রাখে নি
যারা তোমার ঠোঁটের কোনের হাসি কেড়ে নিয়েছে
অভিশাপ দিচ্ছি সেই সব কীটদের
যারা আমার বুকে তোমার দেয়া মাথা সরিয়ে দিয়েছে
যারা তোমার চোখের তারায় ভেসে থাকা পদ্ম ডুবিয়ে দিয়েছে
অভিশাপ দিচ্ছি এ পৃথিবীকে
যে তোমার সুবাশ নিজের করে নিয়েছে
যে আমার করে দেয়নি তোমাকে, দূর করেছে...
দূর করেছে....