সে এল শম্বুক গতিতে, অবশেষে.....
আবেগ, খুনসুটি, পাগলামির ইট পাথরে
আবদ্ধ থেকেও নির্ভুল শঙ্খচিলের মত
উড়লাম অনন্ত দিগন্তরেখা ধরে
সে নীলে ব্যাথা নেই ওরা সব ভুল কথা বলে
সপ্তম আসমান অথবা তোমার হাত
দুটোর মধ্যে কোন ফারাক খুজিনি কোনদিন,
তাহলে আজ আমি মলিন কেন? কি অপরাধ?
মৃত্যুর স্বাদ কেমন ভেবেছো আমি বুঝিনি?
নতুন করে বোঝাতে যেও না আমায়
স্বর্গের দ্বার এত আপন জানা ছিল না তো
তোমার নীলে কোন ব্যাথা থাকবে না, এতো অন্ধ প্রণয়