সে তখনও হাফ প্যান্টে আর উলঙ্গ মম-
আমিও তখন ফ্রক পড়ি, দেখতে আকাশ-সম,
কাঁচা বয়সের পাকা চিন্তা, মাথায় অশেষ বুদ্ধি-
প্রেমেতেই আছে সকল শান্তি, মিলবে আত্বশুদ্ধি।
চোখ চাহুনি দৃষ্টি আমার থাকত অবিরত-
তার জন্যে কবিতা আমি, লিখেছি কত শত-
মোটা মাথার বালক সে যে, বুঝত না তার কিছু-
আমিও ছিলাম নাছোড়বান্দা, ছাড়িনি তার পিছু।
আজকে তুমি ফুল প্যান্টে, গলায় লম্বা টাই -
আমিও আজ শাড়ি জড়ানো, আগের আমি নাই-
তোমার দিকে তাকাতে কেন লজ্জা লাগছে বেশ-
অবাক আমি! আমার মোহ সত্যিই কি শেষ!
যার জন্যে এত কান্না, এত বেদনার দিন-
সেই আমি আজ খুশির কথা, কেন অমলিন?
পাগলী বলে ডাকতে তুমি, ভুলেছ সব কিছু?
আজকে তুমি নেই তবু মন, ছাড়তে না চায় পিছু!
অল্প আমার প্রিয় স্বপন, অল্প কিছু হাসি-
থাক না সেটা গোপন, প্রিয়- তোমায় ভালবাসি।।।