আসমানরে ডাকি বলিলাম, হে নীল-
আমার দুঃখ কথা কিছু শোনো!
রৌদ্র হাসিতে করুণ সুরে, তুমি বোধহয়-
মেঘরাজিদের আর্তচিৎকার শোনো নি কখনো?
পর্বত শিখরে, বলিলাম তারে, হে উচ্চ-
আমার শোক গাঁথা কিছু শোনো -
মুখ ফিরিয়ে, নিচে নামিয়ে, তুমি বোধহয়-
বুক চিরে নামা ঝর্ণা ধারা দেখনি কখনো?
একে একে শুধালাম সমূহ বিনয়ীকে-
তোমা সকলের অন্তঃ কেন মলিন!
বলল ডেকে- অবাক প্রিয়-
শোনো! এটিই সবার জীবন!