তুমিও কি বেদনার কেঁচো তে কাটাচ্ছো জীবন?
অযথা ব্যথায় ব্যথিত তোমার ভুবন?
তুমিও কি নীল কষ্টের শাড়িতে লুকাও-
হিম হয়ে থাকা মেঘেতে তোমার কালো চোখ?
আমিও তোমারই দলে, অচেনা আমার আমি-
দূরবর্তী মরীচিকায় খুঁজে ফিরি তুমি-
কিঞ্চিত প্রেমে প্রখর হৃদয়, নীল পাঞ্জাবি তে আমার-
আষ্টেপৃষ্ঠে জড়ানো তোমার সকল আড়চোখা কষ্ট।।।