এই তো তুমি-আমি।
আমাদের মিলিত ছায়া-
দৃশ্যমান আমাদের- অদৃশ্য মায়া-
এই তো তুমি-আমি।
আমাদের হৃদয় ক্রন্দন-
স্পষ্ট আমাদের- গভীর বন্ধন।
অলিদের সুরে দেখ, ফুলেতে গুঞ্জন।
আমাদের দুজনাতে- শত রঙা ব্যাঞ্জন।
দুজনেই খুব কাছে, অদূরের নিকটে-
তবু দেখ, তুমি- আমি, বাস্তব ধাঁধাতে।
তুমি আছো হেথা যেন- মাঝেতে আমারি।
তবু যেন তুমি নেই, আলোতে আঁধারী।