পুরোনো দেয়াল;বিধ্বস্ত ইটের গল্প
একপাশে উড়ু উড়ু শালিকের আর্তনাদ
কাঠ ফাটা বেঞ্চ;এখানে ওখানে খোদানো অল্প
পেছনে লুকোনো বন্ধুত্বের চির প্রমাদ
ঝুলন্ত ক্যালেন্ডার;তারিখের পাশের দাগ গাঢ়
এপ্রিলের পঁচিশ অথবা নভেম্বরের আঠেরো
তোমরা মুখোশ দ্যাখো,গল্প জানোনা
ক্যালকুলাস বোঝো,কবিতা বোঝোনা
_মুখোশ
_০৪-০৮-২০২৩