ঘন কাশ বনের শুভ্রতাও একদিন জরাগ্রস্ত হবে
নিষ্প্রাণতায় গা ভাসাবে,মিলিয়ে যাবে বসুধার পরে
.
বসন্তের সাতরঙা ফুল ঝরে পড়বে নির্জীব হয়ে
প্রবল বেগে তাণ্ডব লীলায় মেতে উঠবে কালবৈশাখী
.
দূর পাহাড়ের বুকচিরে বয়ে যাওয়া ঝর্ণা ধারা শুকোবে
থেমে যাবে নীড়ের কল্লোল,জলরাশি হবে ছন্নছাড়া
.
মধ্যপ্রাচ্যের পিরামিড মিশে যাবে বালুকার চরণে
যেমন মেসোপটেমিয়া,ব্যাবীলন মিশে ছিলো জমিনে
.
রাস্তার ধারের এঁটো কাঁটা চাটতে থাকা কুকুর টার
আর্তনাদ চাপা পড়ে যাবে কোনো গাড়ির তলে
.
এলোকেশীর প্রতিটা চুলে বয়সের দাগ পড়বে সেদিন
সহাস্য মুখাবয়বে ভাঁজ পড়বে বয়সের,হবে মলিন
.
তবুও স্মৃতিগুলো থেকে যাবে অমায়িক,সতেজ
একদম আদি দিনের মতো;নিষ্পাপ,সরল,সহজ
_কথোপকথন