আমি এক ক্লান্ত পথিক ক্লান্তি নেই চোখে;
চির যৌবনা চোখে তোমারে ভালবেসে।
তুমি প্রস্ফুটিত পদ্মের মতো, ঝিলের বুকে ফোটে থাকা অসীম সৌন্দর্যের হাহাকার।

অপ্রকাশিত কবিতার অলঙ্কার তুমি
বিদ্রোহী চেতনার কবিয়াল তুমি
তুমি সৌন্দর্যের বিস্তারিত রুপ
তোমার চোখে তাকিয়ে আমি
হয়েছি নিখোঁজ।

পথে পথে তোমার খোঁজে পথিক হয়েছি সবে
লালনীল দীপাবলি হারিয়েছি সেই কবে!
পথ হারিয়ে তোমার চোখে ক্লান্তিহীন নিঝুম দ্বিপে।
রাত পেরিয়ে ভোরের মাঝে,
শিশির জমে তোমার মুখে।
তুমি প্রস্ফুটিত পদ্মের মতো,
শিশির জমা ঘাসের মতো।

তুমি রূপসী রাতের উজ্জ্বল পূর্ণিমা
নক্ষত্রের লেলিহান শিখা।
তুমি অক্লান্ত পথের শেষ ঠিকানা
পথহারানো পথিকের তৃষ্ণা।