মবের রাজত্বে ভয় আর সন্ত্রাস
আজও রক্ত দেয় বিপ্লবী নেতা
ভারতীয় মদদে গুপ্ত চক্রান্ত
পরাজিত শক্তির লোলুপ দৃষ্টি
নিরর্থক খুন আর অপকৃষ্টি।
সেদিন কবিতার উদাত্ত কন্ঠে
গর্জে ওঠেছিল জুলাই কন্যারা
শিশির সিক্ত উদ্যানে
বিপ্লব করেছিল শহরের যুবা
লাশের মিছিলে অলৌকিক শক্তি নিয়ে
এগিয়েছিল বাংলার ছাত্র জনতা।
বিপ্লব ভুলে সরে গিয়েছো যারা
ঘোর অন্ধকারে এগিয়ে এসো তাঁরা
মানচিত্রের রক্তাক্ত বুকে
আমাদের অপরিসীম শক্তি
প্রসারিত করবে বিপ্লবকে।
আবারও গর্জে ওঠো বিপ্লবী
সর্বনাশা প্রান্তরে দাঁড়িয়ে যাও
বেঁচে থাকার অদম্য স্লোগানে
মাতৃভূমির আনাচে কানাচে।