অচেনা মুখ
উজ্জ্বল নীল আকাশ, ফেনিল জলরাশি
উত্তপ্ত ভূমি আর তুমি।
কালবৈশাখের বেগে হঠাৎ তোমার মুখচ্ছবি
এমন সুন্দর মুখ আমি কোথাও দেখিনি
ডাগরডাগর চোখের সম্মোহনী আমন্ত্রণ
চোখের তলদেশে কাজলের গাঢ় রেখা আর ঠোঁটে স্মিত হাসি।
কয়েক শতাব্দীর দুঃখ ঘুচে গেলো
অপরুপ সুখে জলফড়িং উড়ছে
দুঃসাহস ভর করেছে হৃদয়ে
মুহুর্তেই থমকে গেলো সব
জানি না কোথায় আছি
শুধু দেখছি দাড়ায়ে দূরে
তোমার অচেনা মুখ।