তুমি এক ক্লান্ত প্রাণ
জীবনের উন্মুক্ত যাত্রায় - মরু পথে ক্লান্ত পথে
তুমি নিয়ম না মেনে এগিয়ে চলো
নিয়মবহির্ভূত চিন্তা ভাবনায় নিজেকে
আঘাত করো - বৃষ্টির ফোঁটা গায়ে আঘাত করার মতো চিন্তা ভাবনা করো - যেন তোমার ক্লান্তি ফিরে পেতে ইচ্ছে করে ;
তুমি ক্লান্তিরে দাও ভুলিয়ে! এগিয়ে চলো চিন্তায়
কখনো কখনো বিখ্যাত জীবনের থেকেও
মধ্যবিত্ত রোবটিক জীবন অধিক মূল্যবাণ
যদি তুমি আত্মপ্রেমিক হও।
যদি তুমি প্রকৃতি প্রেমিক হও
তবে তুমি ক্লান্তির বদলে শান্তি চাও
স্বপ্ন দেখো এগিয়ে যাও সমস্ত বাস্তবতাকে
কলুষিত অতীত ভেবে ক্লান্তিরেই ফিরে চাও।
যদি তুমি ধর্মপ্রেমিক হও
তবে সব ধর্মরে সহজে লও
উত্তর আধুনিক বাস্তবতায় ধর্ম কোন"
কর্পোরেট বিষয় নয় - ধর্মই সবার মানবতা ধর্মই সবার সত্য ধর্মই সবার কর্ম ধর্মই সবার ফলাফল।
যদি তুমি সত্য হও
তবে ক্লান্তিরে ফিরে চাও
সংযত হও! উদ্বেলিত কবিতার উন্মুক্ত মঞ্চে
তুমি সাধু নও তবুও সাধু হও সত্যরে মেনে।
আলোকিত আসমানে ক্লান্ত প্রাণ
আল্লাহই আমার মেহেরবান চির সত্যের এই আসমান
কৌতুহলের দুনিয়ায় -
প্রচলিত মতবিশ্বাসের বাইরে সবাই মুসলমান
বিশ্বভ্রহ্মান্ডের চিরন্তন সাধনা
এই ক্লান্তির পৃথিবীতে
শীতরাতের তীব্র আকাঙ্খা নিয়ে
আমরা কেবল ক্লান্ত হই।
আত্মপ্রেমিক হই ক্লান্তির চিরন্তন চিন্তায়। চিন্তায়।