যাবতীয় সৃষ্টির আড়ালে - উন্মুক্ত তরবারি হাতে কে তুমি?
নদীর বইয়ে চলার শব্দের মতো , পাখিদের গানের মতো
গন্ধহীন ফুলের মতো -
কে তুমি?
ভেসে যাও রৌদ্র স্রোতে
ছোট্ট এই নদীর বুকে যাবতীয় সৃষ্টির আড়ালে
আমি কেবল তোমায় খুঁজি -
তোমার শব্দ তোমার গন্ধ তোমার অস্তিত্ব
সৃষ্টির আড়ালে লুকায়িত
আড়ালে তুমি ক্লান্তি নামের বাসনা
আমার কবিতার সাধনা।