ব্যাথার জমিনে সর্বত্রই সন্ত্রাস
উনমানুষের হাহাকার
সাম্প্রদায়িক উষ্কানিতে গুপ্ত ফ্যাসিবাদ
ভোর থেকে গভীর রাত
জেগে থাকে অদৃশ্য ফ্যাসিবাদ।

দিল্লির গোলাম হয়ে খবর ছাপে প্রথম আলো ডেইলিস্টার - ভুল ন্যারেটিভে বিপ্লব ছারখার।
এই দেশের দূর্গতি -
হাহাহাহা বেকুবের দল বুদ্ধিজীবী।

ভারতবর্ষের ফাঁদে ইনকিলাব কড়া নাড়ে
বাংলার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক হও।
এক হও স্বাধীনতা, এক হও ঐকতানে - আদিবাসী যুবকের সাহসী স্লোগানে।
পাহাড় থেকে সমতল এক হও। এক হও।
মিছিলে মিছিলে পা মেলাও ; ভারতবর্ষে খুঁজে নাও বিপ্লব। ফকির সন্ন্যাসী কৈবর্ত্য সাঁওতাল জেনে নাও।
জেনে নাও নকশাল বাড়ির ইতিহাস।

ফ্যাসিস্ট বুকে পা রাখো। এগিয়ে যাও পতাকার কাছে।
উন্মুক্ত সভায় হাজির হও, ভাঙতে থাকো সমাজ।  ফ্যাসিবাদী সংঘাত চলতে থাকুক শ্রমিক শ্রেণীর ঘাম মেশানো মাটিতে।

দেখে নাও কৃষকের পাঁজরে বাংলার মানচিত্র,
বহন করো জেলের হাতের পতাকাটা।
ঠিকানা  খুঁজে নাও বাংলার কামার, কুমোর, তাঁতীরা।  
শহীদ যুবকের রক্তাক্ত বুকে জন্মভূমির পবিত্র মাটিতে।

#রকিমেরাজ