ঠিক কবে আমাদের প্রেম হবে?
তোমাকে ছাড়াই পৃথিবীর সবকিছু উপভোগ করছি, একটা নদীর তীরে বসে আছি, জলাঙ্গীর ঢেউ দেখে অতৃপ্ত আত্মার সাথে কথা বলছি -
খুব সকালে পাখিদের সাথে গান গাইছি
কয়েকটা জীবন পড়ে ফেলছি - অদ্ভুত অদ্ভুত চিন্তায় ডুবে যাচ্ছি, তোমাকে ছাড়াই আমি বেঁচে আছি।
ভাবছি তোমায় খুঁজব এবার,
সন্তানকামী মায়ের কাছে গিয়ে বলব, তুমি দেখতে কেমন, কি তোমার পরিচয়, কোথায় তোমার আবাস।
জারুলের কাছে বলব - তুমিহীনতার বেদনার কথা
কৃষ্ণচূড়ার ঠোঁটে ঠোঁট রেখে জানতে চাইবো তোমার প্রিয় গন্ধ কি?
তোমার খুঁজে পাড়ি দেব ইংলিশ চ্যানেল - সাদা বরফের দেশে এক্সিমোদের কাছে জানতে চাইবো তোমার কথা, ভাইকিংস রাজত্বে খুঁজবো তোমাকে।
কোথাও না পেলে চলে যাব মধ্যপ্রাচ্যে - মরুভূমি পাড়ি দিব অক্লান্ত তৃষ্ণায়, বালির ওপর তোমার ছবি আঁকব, উত্তপ্ত মরুর বুকে শুধু তোমাকেই চাইবো।
এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা বাদ দিব না কিছুই, তোমার জন্য দেশ ছাড়বো - পৃথিবীর প্রতিটা প্রান্তে তোমাকেই খুঁজবো।
খুঁজে পাবো কিনা জানি না
হঠাৎ যদি পাই খুঁজে, একটা বার ছুঁয়ে দেখবো তোমাকে, ঘুচে যাবে একাকিত্বের অবসাদ - সৃষ্টি হবে প্রেম।
তোমাকে খুঁজে পাওয়ার পরই না হয়
আমাদের প্রেম হবে -
তুমিহীন মনের মাঝে
প্রেমের বাসনা চিরকাল
অযাচিত করুনার মতো
ভিক্ষা চাইছি বার বার,
সুখ দুঃখ নাহি পেলাম।
খুঁজে পেলাম এই ভেবে, শান্ত আমার পরকাল
শুধু তুমি থেকে যেও আমার সাথে চিরকাল,
মায়াময়ী জননীর মতো সন্তানকামী পিতার বুকে।