শহরের দামী দামী বাড়ি
দামী দামী গাড়ি
কিছুতেই সুখ খুঁজিনা আমি।

আমি প্রকৃতির সন্তান ; নিজেকে খুঁজি
প্রকৃতির হিমবাহে, যেখানে হিমেল পবন
সবুজ ছুঁয়ে ক্লান্ত -
খৈয়াছড়ার দূর্গম পথ, পাহাড়ি বিচিত্র ঝর্ণায়
আকাশ থেকে পানি গড়িয়ে পড়ে,
ভিজে যায় চোখ ফোঁটায় ফোঁটায়  - জলের ফোঁটায় সুখ খুঁজি আমি।

আমি তিলোত্তমা সৈকতের বিরান প্রান্তরে
গরুর পাল তাড়িয়ে আনা রাখালের
চোখে খুঁজি সমুদ্রের সুখ।

আমি যৌবনের উত্তাল সমুদ্রে দাঁড়িয়ে
আমাবস্যা অন্ধকারে, মেরিন ড্রাইভে হেঁটে
হেঁটে ক্লান্ত পথে অদ্ভুত এক সুখ খুঁজি।

আমি  নিথর দেহটাকে
পাহাড়ি ঝর্ণায় এলিয়ে দিয়ে সুখ খুঁজি।
আমি বিষাদ হৃদয়ে একাকি সৈকতের
নিঃসঙ্গতায় দাঁড়িয়ে সুখ খুঁজি।