ফুলের বিচিত্র গন্ধ ও রুপ
মোহময় চোখ বেদনায় বিমুখ
অন্ধকারে গ্রীষ্ম রাতে তাঁরা ভরা
আকাশের দিকে তাকিয়ে আছে কেউ..

জ্যাকোন্ডা গাছের বেগুনি রাঙা ফুল ও
শেষ সূর্যের লাল তোমার ডানায়
পূব আকাশে দুম্বি পাহাড় বেয়ে উড়ছো
সমুদ্র পেরিয়ে গেলে আলাদা দেশ
নদী পেরিয়ে গেলে স্বদেশ।

মেঘেদের গানে চক্রাকারে ঘূর্ণায়মান
শহুরে চিল স্বপ্নস্বরুপনী কিশলয়ে দুরন্ত কিশোরীর
চোখের দিকে তাকিয়ে দেখো
অশ্রু হাহাকার টলমল
যেন বৃষ্টির পরশ হিমেল পবনে
বার্ষা কপোলে।

হায় চিল উদ্বাস্তু চিল
উড়ে বেড়াও আকাশে
নিরুত্তাপ উদাসীনতা নিষ্ঠুরতায়
অহেতুক আগন্তুক থমকে যায় -
হঠাৎ কেউ চুমো খায় চোখে যেন ;
পশ্চিম আকাশের সূর্যান্ত বেলার
এক স্বর্গীয় দ্যুতি চোখে লেগেছে।