হেমন্তের দিনগুলো মেঘলা হোক
ফুলগুলো একটু কাঁদুক ;
স্পর্শের উষ্ণতা খুঁজোক ছাতিম গাছ।
এখানে তীব্র কোন আকাঙ্খা নেই -
দীর্ঘশ্বাসের প্রেম নেই।
হেমন্ত হোক বিশুদ্ধ প্রণয়ের তীর্থ
স্পর্শহীন উষ্ণতায় শ্যাওলা জমুক মাটির বুকে।
সমস্ত রাত কাগজে লিখুক বিশুদ্ধ প্রেমিক
সমস্ত বিকেল গড়িয়ে যাক -
হেমন্তের কোলাহলে নিরুত্তর থেকে।
শিশিরে ভিজুক লতা পারুল ;
রোদে পুড়ুক হিমঝুড়ি কামিনি ;
তীব্র প্রেমে মরে যাক গন্ধরাজ দেব কাঞ্চন।
উষ্ণতায় ফিরুক প্রেমিকের বুক,
যৌবন খুঁজে ক্লান্ত হোক আমাদের পৃথিবী।
মনে রেখো হেমন্তের ফুল
চুমো এঁকে নীল খামে, জলহীন উষ্ণ চোখে
প্রেমে পড়ি রোজ রাতে ; পাথর ভেঙে আদিম বুকের-
উষ্ণতা খুঁজি শীতল প্রেমের।
#রকিমেরাজ