মাটির বুকে বৃষ্টি জমে
আমার বুকে প্রেম।
বৃষ্টি দেখি একাই দেখি
সঙ্গী আমার কে?

আকাশ ভরা মেঘের ভারে
তীব্র আবেগ কড়া নাড়ে
লুকিয়ে রাখা আশার মতো
সুযোগ পেলে কান্না করে।

হঠাৎ বিদ্যুৎতের মতো চমকে ওঠি
তীব্র আকাঙ্খা নিয়ে বৃষ্টি ঝড়ছে
অবিরাম বৃষ্টিতে
বুকের পাঁজর কেঁপে ওঠে
অবশেষে হাল ধরো তুমি।

এমনই বৃষ্টি দিনে
আমার প্রেম রেখে যাব তোমার চুলের বিনুনিতে
পবিত্র জলে বিম্বিত হবো আমি
নদীর জলে ভেসে যাবো,
কপট স্রোতে পাড়ি দিব অজানা নদী।

আমার বিশ্বাস
বর্ষার উত্তাল রুপ আর দিগন্তের মাতাল সংঘাত
একদিন ফিরিয়ে দিবে সব,
কালো মেঘ  মিলিয়ে যাবে
মাটির গর্ভ ফুলে ওঠবে
আর আমার রেখে যাওয়া প্রেম
বাষ্প হয়ে উড়বে
সুযোগ পেলে বৃষ্টি হয়ে ঝড়বে।