চার দেয়ালে কেবলই ভয়
বিবেক ডাকছে - প্রায়শ্চিত্ত করিতে হইবে ;
সবুজ মাঠ পাপে জর্জরিত
কানা শলিক চোখ হারিয়েছে
অপঘাতে মৃত্যু হয়েছে সবার
চিতার আগুনে পুড়ছে জন সমাজ।
বন্যায় প্লাবিত মানচিত্রের অর্ধেক
অবিরাম বর্ষন আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত আমরা।

বন্যা কবলিত বাংলাদেশ
দূর্বিক্ষের দারপ্রান্তে দাঁড়িয়েছে
দুঃখ দূর্দশা কেবল বেড়েই চলছে
দুদন্ড শান্তি নেই কোথাও
ভেঙে যাচ্ছে শহরের সব ঘর
খসে পড়ছে রঙিন দালান
দূর্বিক্ষ ধেয়ে আসছে -
এবার প্রায়শ্চিত্ত করিতে হইবে।