০১.আমার বিপ্লব
আমি বিশ্বাস করি মৃত্যুতে বিপ্লব থামে না
আমি বিশ্বাস করি চোখের জলে বিপ্লব শেষ হয় না, আর কত বার থামবি তোরা?
আর কত ভয় পাবি - চলে আয় মিছিলে
রক্তের স্রোত বইয়ে যাক বাংলায়
একটি রক্তাক্ত হৃদয়ে বিপ্লব দানা বেঁধে আছে
বিদ্রোহী জনতা ব্যারিকেট ভাঙছে ; কারফিউ জারি করেছে স্বৈরাচার, বন্দী শিবিরে আর্তনাদ করছে সেই সব মানুষ, যাদের ঠিকানা বদলেছে, ঘর ভেঙেছে, আহত হয়েছে।
আমি বিশ্বাস করি আমাদের রক্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে স্বৈরাচারের ঠিকানা।
এই বিপ্লব জন্ম জন্মান্তরের - এই বিপ্লব লোক লোকান্তরের।
জুলাই ২২ || ২০২৪
০২.চিৎকার করলে রাজাকার
এখনো চুপচাপ সহ্য করে যাব?
লাশের মিছিলে বাবারা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে।
চিৎকার করছে শহীদ জননী -
আর কতগুলো লাশ চাও তুমি?
লাশের মিছিলে জন্ম নিয়েছে নবজাতক
চিৎকার করছে অনাগত সন্তানেরা
যাদের কোন দেশ নেই
বিক্রি হয়ে গেছে মানচিত্র
পতাকা চিবিয়ে খাচ্ছে কেউ কেউ।
এখনো চুপ থাকতে বলো?
চিৎকার গিলে ফেলতে বলো?
জুলাই ১৪ || ২০২৪
০৩.পেটুয়া পুলিশ
শত বুকের তাজা রক্ত ঝড়িয়ে
ওরা চোখের দিকে তাকিয়ে আছে
হায়েনার মতো রক্তাক্ত চোখ
ধারালো অস্ত্রের মতো চকচকে দাঁত
ওরা পেটুয়া পুলিশ - ক্ষুধার্ত শকুনের মতো
ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই ক্ষয় হয় প্রাণ
তাজা প্রাণের বিপ্লব -
বৈষম্য বিরোধী বিপ্লব।
জুলাই ১৫ || ২০২৪
০৪.বিক্ষুব্ধ জনতা
উত্তাল ঢেউয়ের মতো জাগ্রত জনতা
চোখে অগুনের কুন্ডলী নিয়ে বসে আছে।
স্বৈরাচার বিরোধী আন্দোলন ধেয়ে আসছে ;
রক্তাক্ত বাংলাদেশ একটি ভোরের অপেক্ষায়
যেখানে শিশির বিন্দুতে লেগে থাকবে রক্তের ফোঁটা, রক্ত স্রোতে ভেসে যাবে রাজপথ - জমতে থাকবে ঘৃণা।
অপেক্ষা কেবল একটি ভোরের -
আরও একবার একাত্তর আরও একবার রক্তাক্ত বাংলাদেশ - যার হৃদয়ে পুন:জন্মের স্বাদ
চেতনার জলন্ত লাভা - বিক্ষুব্ধ জনতা ধেয়ে আসছে, স্বৈরাচারী শেকল ভেঙে
ভয় নেই তোমার ভয় নেই
এগিয়ে যাও পতাকা হাতে - বৈষম্য বিরোধী আন্দোলনে - চোখ রাখো বিপ্লবী চোখে
আগুন জ্বালো হৃদয়ে - পুড়ে যাক বৈষম্যের বাংলাদেশ।
ভয় নেই বিক্ষুব্ধ জনতা ;
ভেঙে ফেলো ব্যারিকেট - মেলে দাও বুক।
গুলিবিদ্ধ পাঁজরে আটকে থাকুক বিপ্লব
৪ ই আগস্ট || ২০২৪
৫.আমার ঠিকানা
আমার ঠিকানা সমগ্র বাংলাদেশ, বিদ্রোহী চেতনার জনশ্রোতে ,বিপ্লবী জনতার হৃদয়ে - আমি হায়েনার সাথে যুদ্ধ করছি, মানচিত্র আঁকড়ে ধরে।
বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হয়েছি,
তবুও থামিনি, শুধু বিপ্লব জমেছে হৃদয়ে।
রক্তাক্ত হৃদয় নিয়ে, কবিতা লিখেছি
মিছিলে হামলার প্রতিবাদ করেছি, শহীদদের সঙ্গে মিলিত হয়েছি।
আমি বিপ্লবীর সন্তান -
উল্লসিত হায়েনার থাবা আমাকে আটকাতে পারেনি, আমার মায়ের বুক একটুও কাঁপেনি,আমার বাবার চোখ একটুও কাঁদেনি।
আমার মায়ের নাম বাংলাদেশ
বাবার নাম স্বাধীনতা।
৫ ই আগস্ট || ২০২৪
পান্ডুলিপি - বিপ্লবী অভিবাদন
লেখক - রকি মেরাজ